নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মতুরাপুর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পানিতে ডুবে রাব্বি নামের ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।
জানাযায়, রাব্বি ঐ সময় খেলা করার ফাকে বাড়ীর সকলের অগোচরে সামনের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক্ষণ পর বাড়ীর লোকজন খুজাখুজি করতে গিয়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষনিকভাবে চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।