জুয়েল চৌধুরী ,হবিগঞ্জ:হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা গ্রামে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে মাদকাসক্ত লম্পট।
শুক্রবার দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানায়, শুক্রবার রাতে ওই শিশুটি ঘরের একটি কক্ষে ঘুমিয়েছিল। রাতে প্রতিবেশী শামছুল দরজা ভেঙ্গে ঘরে ঢোকেন। শিশুটির চিৎকারে তার মা কক্ষে ঢুকে শামছুলকে ধর্ষণ করতে দেখে চিৎকার দেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে শামছুল পালিয়ে যায়।
শনিবার সকালে ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকায় এসআই আব্দুস সালাম অভিযান চালিয়ে লম্পট শামসুলকে তার বাড়ি থেকে শনিবার দুপুরে গ্রেফতার করেন।
সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় ওই শিশুর অবস্থায় আশংকাজনক। সে যন্ত্রনায় হাসপাতালে কাতরাচ্ছে।
ওই শিশুর পিতা ও মা হাসপাতালে আক্ষেপ করে ওই লম্পটের শাস্তির দাবী জানান।
বানিয়াচঙ্গ থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, শামসুলকে রিমান্ডে আনলে আরো রহস্য উদঘাটন করা সম্ভব হবে।