নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্টানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি পৌর সভাকে ঢেলে সাজানোর আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বছরে নবীগঞ্জ পৌরসভায় রাস্তাঘাট, ব্রীজ কার্লভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্টানসহ বিভিন্ন প্রকল্পে প্রায় ৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এ কাজ গুলো সম্পন্ন হলে জন দূর্ভোগ লাঘব হবে, পৌরসভার সৌন্দর্যবৃদ্ধি পাবে। তিনি গতকাল রবিবার সকালে নবীগঞ্জ পৌরসভার আক্রমপুর লোকনাথ আশ্রমে ৩ লাখ টাকা ব্যয়ে দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন শেষে উপরোক্ত কথা বলেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, আখড়া কমিটির সভাপতি সুবিনয় কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর বিএনিপর সভাপতি কাউন্সিলর ছাবির আহমদ চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী সহিদুল হক, কার্য সহকারী আবু মুসা, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর, আশ্রমের সভাপতি সুবোধ মালাকার, ধীরেন্দ্র মালাকার, সাধন দাশ, প্রনব দেব, রঞ্জিত চক্রবর্তী নান্টু, দিলীপ আচার্য্য, যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জায়েদ চৌধুরী। ঠিকাদারি প্রতিষ্টান ইভা এন্টারপ্রাইজ আগামী ৪৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা রয়েছে।