নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ:হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার দেওয়ান মাহবুব রাজার মাজারের পার্শ্ববর্তী রাস্তায় ৫০ বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে।
মাজারের রাস্তার পার্শ্ববর্তী স্থানে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ওই এলাকার লোকজন পুলিশকে খবর দিলে সদর থানার এসআই কে এম রাসেল লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি জানান, স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কারণ বলা যাবে না।