জুয়েল চৌধুরী,হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় নকল সোনা বিক্রির অভিযোগে ৩ মহিলাকে আটক করা হয়েছে।
রবিবার বিকেলে ওই এলাকার জয়গুরু গহনালয় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাখ মিঠাপুকুর গ্রামের আবুল কালামের স্ত্রী জালালী সালমা (২৫), মমিন মিয়ার স্ত্রী নাছরিন বেগম (২২) ও মধু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩০)।
তারা জানায়, ওই সময় স্বর্ণের একটি চেইন, কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণ ওই দোকানে বিক্রি করতে নিয়ে গেলে মালিক বন্দক রাখার কথা বলেন।
এসময় তারা ৫০ হাজার টাকার বিনিময়ে বন্দক দিয়ে চলে আসে। মালিক কিছুক্ষণ পর ফোন দিয়ে দোকানে যাবার কথা বলে।
কথামতো ওই দোকানে গেলে এক পর্যায়ে স্বর্ণতে ভেজাল আছে বলে তাদেরকে আটক করে মানুষ জড়ো করে।
অপরদিকে জয়গুরুর মালিক সম্ভু দেব জানান, তারা নকল সোনা বিক্রি করে চলে যায়। ৫০ হাজার টাকা হারিয়ে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি।পরে কৌশলে তাদেরকে এনে আটক করি।
খবর পেয়ে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।
এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই বাচাই করা হচ্ছে।