আজম রেহমান,ঠাকুরগাঁ :: ৫ জানুয়ারী এ সরকারের বর্ষপূতিতে কোন পক্ষ অরাজকতার উদ্দেশ্যে সহিংস অন্দোলন করার চেষ্টা করলে সরকার জণগণের জানমালের সার্থে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
আজ ২৬ ডিসেম্বর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনি মেলা উদ্বোধন কালে এ কথা বলেন। তিনি আরও বলেন শান্তি পূর্ণ আন্দোলন করলে আমরা স্বাগত জানাবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন আসবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন , খালেদা জিয়া এটা বলতে পারবেন না যে তাঁর উপর সরকারি দলের কেউ কোনো হামলা বা বেয়াদবি করেছে বরং খালেদার আদালতে হাজিরা দেবার দিনে আমাদের দলীয় এমপি ছবি বিশ্বাসের উপর হামলা করে তাঁকে গুরুতর আহত করে তাঁর গাড়ি পোড়ানো হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে শুক্রবার দুপুরে তিন দিন ব্যাপী উত্তরাঞ্চলে প্রথন ডিজিটাল ও উদ্ভাবনী মেলা-২০১৫ উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি , পঞ্চগড়-১ আসনের এমপি এ্যাড.নুরুল ইসলাম সুজন , শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।