প্রেস নিউজ ঃ আমি মোঃ রহমত আলী, ‘দৈনিক বিজয়ের প্রতিধ্বনি’ পত্রিকার বিশেষ প্রধিনিধি। আমি আমার কর্ম দায়িত্ব থেকে সেচ্ছায় পদত্যাগ করেছি। পত্রিকার প্রথম প্রকাশনা ৩০ আগস্ট ২০১৪ খ্রিঃ থেকে ৫ সেপ্টেম্বর ২০১৫ খ্রিঃ পর্যন্ত নিষ্ঠার সাথে বস্ত নিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমি দায়িত্ব পালন করে আসছি।
ফলে প্রত্রিকাটি যথাযত ভাবে পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠে। শুরুতে প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনিসুর রহমান আদিল সাহেব আমার সাথে সার্বকনিক যোগাযোগ রেখে আমাকে সংবাদ সংগ্রহের কাজে গতিশীল করে তোলেন এবং যথাসময়ে বেতন ভাতা প্রদান করেণ। এভাবে কয়েক মাস অতিবাহিত হয়।
পত্রিকাটি জনবহুল হয়ে পড়লে সম্পাদক আদিল সাহেব চলতি বছরের মার্চ মাসের প্রথম থেকে আমার সাথে যোগাযোগ ও বেতন ভাতা বন্ধ করে দেন। আমি সম্পাদক আদিল সাহেবের মোবাইলে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন না। তার পরও আমি সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত আমার ব্রত দায়িত্ব পালনে কোনো কার্পণ্যতা করি না।
বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশকের এমন উদাসিনতার করণে, ১৩ সেপ্টেম্বর রবিবার ২০১৫ খ্রিঃ আমি বিজয়ের প্রতিধ্বনি প্রত্রিকায় নিয়োজিত আমার কর্ম দায়িত্ব থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম।