বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : জীবন্ত কিংবদন্তী বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১২ সেপ্টেম্বর বেলা ১১ ঘটিকার সময় বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাউল ফেডারেশনের সিলেটস্থ অস্থায়ী কার্যালয়ে ফেডারেশনের চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে ও ফেডারেশনের মহাসচিব বাউল জুয়েল আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশনের উপদেষ্ঠা ও বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজু রহমান চৌধুরী, পোয়েটস ক্লাবের মহা পরিচালক ছড়াকার তাজুল ইসলাম বাঙ্গালী, গীতিকবি শাহ আনোয়ারুল ইসলাম চিশতি, গীতিকবি আব্দুল মনাফ, গীতিকবি সামছুল ইসলাম, গীতিকবি স্বরদিন্দু চক্রবর্তী, কবি আজাদুল ইসলাম বাদশা, কবি এস,পি সেবু, আনোয়ার মিয়া, আবুল বশর, বাউল ভাসানী বারিক, বাউল বাবুল আহমদ, জালাল উদ্দিন, ছাবির উদ্দিন প্রমুখ।