নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার স্লিপ টানাটানির পরিবর্তে রিক্সা নিয়ে রোগী টানাটানি শুরু করেছে কতিপয় দালাল।
সোমবার দুপুরে এ নিয়ে দু’দল দালালের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
সম্প্রতি নবাগত তত্ত্বাবধায়ক ডাক্তার নজিবুস সহিদ যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালকে দালাল মুক্ত করা হবে। কিন্তু এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে এখন। দালাল মুক্ততো হয়নি, দিন দিন নতুন নতুন দালালের আর্বিভাব ঘটছে। নিত্য নতুন পদ্ধতিতে দালালরা কাজ করছে।
একমাত্র সদর হাসপাতালে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন শত শত রোগীরা হাসপাতালে আসেন। সহজ সরল মানুষ দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ দালাল দ্বারা বিভিন্ন ক্লিনিকে গিয়ে ৫০/১০০ টাকা রিক্সা ভাড়া হাতিয়ে নেয়াসহ ক্লিনিক থেকে মোটা অংকের কমিশনও নিচ্ছে।
সোমবার চুনারুঘাটের গনেশপুর থেকে আকলিমা নামে এক রোগী হাসপাতালে আসেন। এসময় দালালদের গডফাদার ইউনুস, রিক্সা চালক আরেক দালালকে সাথে নিয়ে আকলিমাকে প্রাইভেট ক্লিনিকে যেতে বলে। এসময় ওই রোগী বলে সরকারি হাসপাতালে ভর্তি হব। এক পর্যায়ে উভয় দালালের মাঝে বাকতিন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ হলে ওই মহিলার সবর্স্ব খোয়া যাওয়ার ঘটনা ঘটে।