মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সিলেটের বিশ্বনাথের সিঙ্গেরকাছ এলাকাবাসী।
প্রতিবাদে গতকাল সোমবার এলাকায় বিক্ষোভ মিছিল ও সভা করেছেন। জানা গেছে, বিশ্বনাথ উপজেলার সিমান্তবর্তী সুনামগঞ্জ জেলার ছাতক থানার খাগহাটা গ্রামের খবিরুজ্জামানের ছেলে ওমান প্রবাসী তারেক জামান (২৬) তার ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করে স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করে। ফলে রবিবার থেকে প্রতিবাদে উত্তাল হয়ে উঠে বৃহত্তর সিঙ্গেরকাছ এলাকা। তবে কটুক্তিকারী ঐ ব্যক্তি দেশে না থাকায় এর প্রভাব পড়েছে তার পরিবারের উপর।
এদিকে, গতকাল সোমবার সকাল ১১টায় বুরাইয়া কামিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকবৃন্দ এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন, মিছিল নিয়ে প্রথমে খাগহাটা খবিরুজ্জামানের বাড়িতে মিছিলকারীরা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে পরে তারা সিংগেরকাছ মাকুন্দা সেতুর উপর এসে এক পথ সভায় মিলিত হয়।
সভায় বক্তারা মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী তারেক জামানকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের দাবী জানান। সভায় বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল এম.এ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ নুরুর রহমান, উপাধক্ষ্য মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নিজামউদ্দিন, মাদ্রাসার সাবেক ছাত্র রফিকুল ইসলাম, নাজমুলহুদা মিছবা, আব্দুল্লা আল মাসুদ, আবু তাহের, তারেক মনুয়ার, কাজী আবু বকর মো. খোকন, হাফিজ আহমদ, নুর হোসেন, মুয়াইমিন, সালেহ, রাজিব, মাকসুদ, আনোয়ার, মাশবুব, হাফিজ ফজলুর রহমান, রনি, কামরান, রেজা জাকারিয়া, সাহেল, মোস্তাক প্রমুখ।
এরপর গতকাল সোমবার বাদ জোহর সিংগেরকাছ এলাকার সর্বস্থরের ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সিংগেরকাছ আলিম মাদ্রাসা থেকে শুরু হয়ে খাগহাটা এলাকা প্রদক্ষিণ করে সিংগেরকাছ আলিম মাদ্রাসার সম্মুখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় তারেক জামানের কুশপুত্তলিকা দাহ করেন মিছিলকারীরা।
সভায় বক্তব্য রাখেন সিংগেরকাছবাজার আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নুরউদ্দিন, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, আরবী প্রভাষক মাওলানা আনোয়ার হোসেন, হাফিজ জমসদে আলী, মাওলানা কবির আহমদ, আব্দুল মছব্বির, আরব খান, ফজরউদ্দিন সাগর, নিজামউদ্দিন, আবুল বাশার, সাবেক মেম্বর সালিস ব্যক্তিত্ব আবারক আলী, মাওলানা আব্দুল মুমিন, প্রভাষক মিজান নুর রহমান, আবু তাহের মিছবাহ, মাওলানা আজাদুর রহমান, এমরান হোসেন স্বপন, সফিকুল ইসলাম, শামিম খান, আরশ আলী, আলিম, আতা, সেবুল, ডাক্তার আলতাফ, আলী জুনেল, সিরাজুল ইসলাম, সালেহ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নিজামউদ্দিন প্রমূখ।