বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

আজ সাদা মনের মানুষ অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্যের মৃত্যুদিন

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
আজ সাদা মনের মানুষ অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্যের মৃত্যুদিন
আজ সাদা মনের মানুষ অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্যের মৃত্যুদিন

আজ সাদা মনের মানুষ অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্যের মৃত্যুদিন

এ এইচ এম হুমায়ূন মল্লিক :  আজ ২৫ ডিসেম্বর,জনাব অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্যের মৃত্যুদিন। সবাই কে কাঁদিয়ে ২৫ডিসেম্বর ২০০৭ এর এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান। তাঁর পরিবার এই দিনটিকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ শুধু সাধারণ মানুষের ভালবাসার কান্ডারী,সাধারণের মাঝে মিলে মিশে থাকা আর সবার দুঃখ কষ্ট নিজের মাঝে নিয়া কাজ করাই সাদা মনের মানুষের কাজ,এই মানুষ গুলো সাধারণের মাঝে থেকেও হয়ে ঊঠেন অসাধারণ,কাজ করে যান মেহনতি মানুষ নিয়ে,ছুটে আসেন নিজের সব ফেলে,তেমনি একজন আমাদের সুনামগঞ্জের প্রখ্যাত শিক্ষাবিদ, সত্যিকার অর্থে সাদা মনের মানুষ অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্য। যিনি সবার মাঝে থেকেও কেমন যেন অসাধারণ,সবার ভালবাসায় সিক্ত একজন মানুষ। এই অনন্য সাধারণ গুণী মহামানবের জন্ম ১৯৩৭ সালের ২১ মার্চ, তাঁর পৈত্রিক নিবাস সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা নদীর তীরবর্তী জয়নগর গ্রামে। পিতার নাম সুরেশ চন্দ্র আচার্য্য, মাতা ষোড়শী বালা দেবী। তাঁর পিতাও এ অঞ্চলের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি ১৯২৩ সালে এমসি কলেজ থেকে গ্রাজুয়েশন করেন,কর্মজীবনে তিনি একজন খ্যতিমান প্রধান শিক্ষক ছিলেন। সীতেশ আচার্য্যর শিক্ষাজীবন শুরু হয় জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি গৌরারংয়ের এম,ই স্কুলে ভর্তি হন। ৭ম শ্রেনীতে তিনি এসে ভর্তি হন বুলচান্দ হাইস্কুলে,১৯৫৪ সালে বুলচান্দ হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ফলাফল অত্যন্ত ভাল ছিল,দুইটি লেটার সহ প্রথম বিভাগ পান,এর মধ্যে একটি লেটার ছিল ইংরেজীতে,তিনি ৫৬ সালে সুনামগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করেন এবং স্কলারশীপ অর্জন করেন,তিনি ছাত্র হিসাবে যেমন ভাল ছিলেন তাঁর চেয়ে বেশি ভাল ছিলেন ব্যক্তি হিসাবে। ৫৮সালে তিনি এম,সি কলেজ থেকে ২য় বিভাগে বিএ পাশ করেন,সেবার প্রথম বিভাগ কেউ পায়নি,পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে ভর্তি হন,থাকতেন জগন্নাথ হলে,সেখানে তিনি দেশবরেণ্যে শিক্ষাবিদ,বুদ্ধিজীবিদের সান্নিধ্যে আসেন। জগন্নাথ হল কাউন্সিল নির্বাচনে তিনি সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন,১৯৬১ সালে তিনি ইংরেজী সাহিত্যে এমএ পাশ করেন,পরবর্তীতে ১৯৮৩ সালে ইংরেজীতে(মানোন্নয়ন)ফাইনাল পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান অর্জন করেন,তিনি ১৯৬১ সালে সুনামগঞ্জ কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে কলেজ সরকারী হয় এবং ১৯৯৫ সালে সহযোগী অধ্যাপক হিসাবে অবসর গ্রহন করেন। শিক্ষক হিসাবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন,তার সহজ সরল জীবন যাপন সবাই কয়ে আকৃষ্ট করত। যারা তাঁর শিক্ষা পেয়েছে তারা বলতে পারবে একজন মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন,কতটুকু উদার ছিলেন। তিনি সুনামগঞ্জে অধ্যাপনা না করে ঢাকায় কোন প্রতিষ্ঠানে যুক্ত হলে জাতীয় ভাবে সুপরিচিত হতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারন সুনামগঞ্জের মাটি ও মানুষের সাথে ছিল তাঁর ভালবাসা। তাছাড়া শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জ অনেক পেছনে এই ব্যাপারটা উনাকে বার বার ব্যথা দিত,তাই তিনি দীর্ঘ ৫০ বছর সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জের ছেলে মেয়েদের শিক্ষা দিয়েছেন,তার হাজার হাজার ছাত্রছাত্রী আজ দেশে বিদেশে প্রতিষ্ঠিত। শিক্ষক অনেকেই আছেন কিন্তু সীতেশ স্যারের কথা আলোচনায় আসলে সবার মাথাই তাঁর প্রতি সম্মান জানানোর জন্য নত হয়। তিনি ৭৫ বছর বেঁচে ছিলেন,বাংলাদেশের প্রেক্ষাপটে একে দীর্ঘ জীবন বলা যায়,এই দীর্ঘ জীবনে কোন দিন তিনি বিতর্কিত ভুমিকায় আসেন নি এবং তাকে দেখাও যায়নি। তার কোন কাজের সমালোচনা কেউ করতে পারেনি কোনদিন। সত্যিকার অর্থেই তিনি একজন আদর্শ শিক্ষক। একজন সাদা মনের মানুষ। তার জীবন যাপন,চলাফেরা,শিক্ষাক্ষেত্রে তাঁর অনুরাগ ইত্যাদি বিষয় নিয়ে তাঁর সকল ছাত্রছাত্রীই স্যারকে নিয়ে অনেক স্মৃতিকথা আছে। স্বল্প পরিসরে তাঁর সবতূকু তুলে ধরা সম্ভব নয়। বিশ্বসাহিত্য ও বিশ্বের রাজনৈতিক বিষয়াবলী নিয়ে তাঁর অগাধ জ্ঞান ছিল। মৃত্যুর আগের রাতেও তিনি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা করেছেন,জীবদ্দশায় এই প্রতিভাবান মানুষটির কদর আমরা বুঝিনি। এটি আমাদের খুবই কষ্ট দেয়। ৭৫ বছর বয়স হলেও তিনি ছিলেন প্রায় নিরোগ। তিনি শেষ দিন পর্যন্তও নিজে নিজে চলাফেরা করেছেন এবং সবাই শিক্ষার ব্যাপারে সচেতন করেছেন,পারিবারিক জীবনে স্যার ১৯৭৮ সালে বিখ্যাত চিকিৎসক মনোরঞ্জন আচার্যের কন্যা রানু বালা দেবীর সঙ্গে বিবাহবদ্ধনে আবদ্ধ হন। তার তিন পুত্র ও এক মেয়ে রেখে গেছেন,তারা সবাই স্ব স্ব স্থানে পড়াশুনা করছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে। ভাল ছাত্রছাত্রী আর শিক্ষার্থীদের প্রতি ছিল উনার বিশাল টান,তিনি ওদের খুব ভালবাসতেন এবং বিভিন্ন ব্যাপারে সহযোগিতা করতেন,যারা তাঁর সান্নিধ্য পেয়েছে তারা বলতে পারবে,আমাদের সুনামগঞ্জের মানুষ হিসাবে স্যার আমাদের খুব প্রিয় হলেও আজ সবাই স্যারের কথা ভুলে যাচ্ছে,ভুলে যাচ্ছে তাঁর কর্মের কথা,স্যার বই প্রেমিক মানুষ তাই তিনি নিজেও একটি বই বের করেছেন,তিনি অনেক লিখতেন,তার বের হওয়া বই টি হল স্বপ্নময় অতীত,অত্যন্ত সুখপাঠ্য,তিনি বক্তা হিসাবেও ছিলেন খুব ভাল এবং সুরালো কন্ঠের অধিকারী,যারা তাঁর কথা শুনেছেন তারা বলতে পারবেন,তার আরো কিছু লিখা রয়েছে অপ্রকাশিত,আশাকরা যায় ভবিষ্যতে সেগুলো প্রকাশিত হবে এবং পাঠক তা পড়তে পারবে,আজ স্যারের এত ছাত্র কিন্তু নেই স্যারের প্রতি ভালবাসা দেখানোর প্রয়াস,একজন সাদা মনের মানুষ হিসাবে স্যারের নাম সব সময় আমাদের মাঝে উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে এই প্রত্যাশায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!