বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জামায়াতের রুকন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র শাহীন আহমদ (৪১) কে গ্রেফতার করেছেন পুলিশ। গতকাল সোমবার দুপুরে লামাকাজী এলাকা থেকে বিশ্বনাথ থানার এএসআই নুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত শাহিন আহমদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, পুলিশ এ্যাসল্টসহ মোট ৮টি মামলার আসামী। এছাড়া বিশ্বনাথ থানার সন্ত্রাসী তালিকায় ৩ নম্বারে তার নাম রয়েছে বলে তিনি জানান।