বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে গতকাল সোমবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা জামায়াত। সংগঠনের ব্যানারে উপজেলার দৌলতপুর ইউনিয়নের খাসেরগাঁও গ্রামে হাওরপাড়ের অর্ধশতাধিক পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বিশ্বনাথ উপজেলা জামায়াতের আব্দুল কাইয়ূম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি তালেব আহমদ গোলাপ, সেক্রেটারী আরাফাত আলী প্রমুখ। অনুষ্ঠানে এক কলেজ ছাত্রীকে সংগঠনের পক্ষ থেকে বই প্রদান করা হয়।