নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলওয়ে গেট ও ব্রিজের মধ্যবর্তী স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন নিহতের লাশ পড়ে থাকতে দেখে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আবুল হাসেম খন্দকার বলেন, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ভোরে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।