নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামের তমা দেব (১৮) নামে এক কলেজ ছাত্রী সড়র দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। গত সোমবার সকালে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে আসার সময় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের সন্দলপুর নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে তমা দেব ও তার ভাই সাইকেল চালক মিশন দেব (২২) গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী হাসপালে নেয়া হলে মঙ্গলবার সকালে কলেজ ছাত্রী তমা দেব প্রাণ হারায়। মোটর সাইকেল চালক তমার বড় ভাই মিশন দেব গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তারা নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামের ব্যবসায়ী মৃদুল দেব এর সন্তান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।