মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ (হবিগঞ্জ):হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত রাধাপুর গ্রামের গর্বিত নাগরিকবৃন্দ।
মঙ্গলবার সকালে ওই ইউপির জামারগাঁও গ্রামের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে উক্ত ত্রান বিতরনী অনুষ্টান অনুষ্টিত হয়।
প্রাক্তন চেয়ারম্যান আবু সাইয়্যিদ এওলা মিয়ার সভাপতিত্বে এবং সমাজ সেবক এডভোকেট শাহাজান সিরাজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শফি মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বারিক রনি, মনির হোসেন, ইউপি মেম্বার ফখরু মিয়া ও আব্দুল বাছিত জিতু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল এস প্রতিনিধি রাকিল হোসেন, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান তছনু, শামীম আহমদ মনা, আরব আলী, সামছু মিয়া, প্রমূখ। পরে দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের বাসিন্দাগণ যুক্তরাজ্যে অবস্থানরত লেচু মিয়া, সিতার মিয়া, শফি মোস্তফা, আনা মিয়া, ইয়াওর মিয়া, আঙ্গুর মিয়া, সদরুল হোসেন, শামীম আহমদ, মুজিবুর রহমান (আলা), আজিজুর রহমান লিটন, সফিকুর রহমান, বাবুল মিয়া ও নোমান মিয়ার সৌজন্যে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক বন্যার্তদের মাঝে মাথা পিছু ৫কেজি করে চাল ও ১ লিটার সোয়াবিন তৈল বিতরণ করা হয়েছে।