এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারে নবনির্মিত জোহা সুপার মার্কেট জাকজমক ভাবে উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে আনুষ্ঠানিক ভাবে জোহা সুপার মার্কেট উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আব্দুল সালাম খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সৈয়দ গাজীউর রহমান,আলহাজ সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়া, আব্দুল কদ্দুছ তালুদার সেবন, সলিম উল্লাহ,এড: আব্দুল আহাদ ফারুক ও জলফু মিয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখলিছুর রহমান মুখলিছ, ইসহাক আলী সেবন,ফরিদ মিয়া,আছাদ আলী,ইদু মিয়া,আব্দুল মালেক,অলি হোসেন লেচু,সুমন মুদক ও শায়েস্তাগঞ্জ পৌরযুবলীগের সভাপতি আব্দুল মুকিত প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে এ জোহা সুপার মার্কেট এর স্বত্ত্বাধিকারী সারুয়ার উদ্দিন বাবলু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শত লোকের সমাগম ঘটে।