বিশেষ প্রতিনিধি : মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের বাল্লা বাড়ি নামক স্থান থেকে দেশী ও বিদেশী মদ সহ একজন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার রাত ১১ টায় ডিবির এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে দেশী ও বিদেশী মদ সহ বারিক সরকার (৪০) কে গ্রেফতার করে।
উল্লেখ্য, রিয়াজনগর গ্রামের মৃত নজিব উল্লাহর পুত্র বারিক সরকার, দীর্ঘদিন থেকে ওই বাল্লা বাড়িতে মাদকের ঘাঁটি হিসেবে ব্যবহার করে প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছে।
স্থানীয়দের সঙ্গে আলাপ করলে তারা প্রতিনিধি কে জানায়, -হবিগঞ্জ শহর এবং আসেপাশে শহর থেকে মোটরসাইকেল,প্রাইভেট গাড়ী নিয়ে এসে উক্ত বাল্লা বাড়ি নামক স্থান থেকে ইয়বা ও বিদেশী মদ, ফেনসিডিল,ক্রয় করে নিয়ে যাচ্ছে।