মাধবপুর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে মোটর সাইকেল ও সিএনজির পাশাপাশি মাইক্রোবাস, হাইয়েস, প্রাইভেটকার, নোহা ও পিকআপ ভ্যান চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই হবিগঞ্জ সিলেট মৌলভীবাজারসহ বিভিন্ন অঞ্চলে এসব গাড়ি চুরি হচ্ছে। আইন শৃংঙ্কলা বাহিনী তাদের ধরতে ছদ্মবেশ ধারণ করছে।
বুধবার বিকেলে ডিবির এসআই সুদ্বিপ রায় ও আব্দুল করিমের নেতৃত্বে পুলিশ ক্রেতা সেজে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পশ্চিম বাসস্ট্যান্ড থেকে ওই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এসময় চোরাইকৃত পিকআপ ভ্যান টয়োটা সিলেট ন-১১-০৬৪২ নাম্বারের একটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।
আটককৃতরা হল মৌলভীবাজার সদরের কাউখলা গ্রামের আব্দুল্লাহর পুত্র ওই চক্রের সদস্য আলী হোসেন (২৫), নবীগঞ্জ উপজেলার নাজিমপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র রুবেল মিয়া (২২) ও লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের আব্দুল গফুরের পুত্র সাইদুর রহমান (৩০) কে আটক করা হয়।
পুলিশ জানায় তারা বিভিন্নস্থানে এসব চোরাই গাড়ি বিক্রি করছে। আমরা ক্রেতা সেজে ওই গাড়িটি কেনার জন্য প্রস্তাব দিলে ওই গাড়িটি বিক্রি করার জন্য নিয়ে আসে। তখন তাদেরকে আটক করা হয়।