নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পশুর হাট ইজারা নেয়ার হিড়িক পড়েছে। উপজেলা প্রশাসনও রাজস্ব আদায়ের স্বার্থে গুরুত্বপূর্ণস্থানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ১৭ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশুর হাট ইজারা দেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে। ফলে গতকাল বৃহস্পতিবার উপজেলার কৈলাশগঞ্জ বাজার, গোপলার বাজার, কাজির বাজার, আউশকান্দি মিটারপুর বাজার ও ইমামবাড়ি বাজার এলাকায় ৭দিনের জন্য পশুর হাট ইজারা প্রদান করা হয়েছে। উল্লেখিত ৫ টি বাজারের মধ্যে ৪টি বাজার ইজারা দেয়া হয়েছে ১০ হাজার টাকা করে। তবে ব্যতিক্রম ঘটেছে গোপলার বাজার অস্থায়ী পশুর হাটে। ওই বাজার ইজারা মূল্য ১ লাখ টাকা। ইজারাটি পেয়েছেন জালালসাফ গ্রামের ইসলাম উদ্দিন। প্রতিদ্বন্ধি ইজারাদার একই গ্রামের ফজলু মিয়া ৬১ হাজার ২ শত টাকা বাজার মুল্য ডাকলেও প্রায় ৩৯ হাজার ৮ শত বেশী দামে পশুর হাট টি লীজ নেন ইসলাম উদ্দিন। তবে অবৈধভাবে গড়ে উঠা নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে রসুলগঞ্জ নতুন বাজারে পশুর হাটটি ইজারা দেয়া হয়নি। এদিকে রসুলগঞ্জ বাজারে অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট নিয়ে জেলা যুগ্ম জজ আদালতে মামলা চলমান থাকার পরও গতকাল বৃহস্পতিবার কতিপয় প্রভাবশালীরা পশুর হাট বসিয়ে লাখ লাখ টাকা খামাই করেছেন। এছাড়া উক্ত বাজারের ফলে ওই দিনও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ জন দূর্ভোগ চরম আকার ধারন করেছে। পথচারীদের ভুগান্তি ছিল সীমাহীন। ছোট ছোট দূর্ঘটনা পতিত হওয়ারও খবর পাওয়া গেছে। অপর দিকে আউশকান্দি মিটাপুর এলাকায় পশুর হাটের অনুমতি দিলেও গতকাল বৃহস্পতিবার বাজার বসেছে কচুয়ারখাড়া এলাকায়।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌর শহরের অতি সন্নিকটে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ের পাশে বেআইনী ভাবে কতিপয় প্রভাবশালীরা পশুর হাট বসানোর ফলে জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পৌর কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে উক্ত বাজার অনুমোদন না দেয়ার দাবী জানিয়ে পত্র প্রদান করেন। গত ১৪ সেপ্টেম্বর শহরের প্রধান পৌর পশুর হাটের ইজারাদার জহিরুল ইসলাম সোহেল স্থায়ী নিষেধাজ্ঞা দাবী করে জেলা যুগ্ম জজ আদালতে স্বত্ব মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার দীর্ঘ শুনানী শেষে বুধবার এক আদেশে হবিগঞ্জের ডিসি, এডিসি (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার এবং অবৈধ বাজার সৃষ্টিকারী কতিপয় হায়ধর আলীর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নিদের্শ প্রদান করেন। এমতাবস্থায় গতকাল বৃহস্পতিবার উক্ত হায়ধর আলীসহ প্রভাবশালীরা পশুর হাট বসালে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকই উক্ত ঘটনাকে আদালত অবমাননার সামিল বলে দাবী করেছেন। তবে স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেন নি।