বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

১৮ সেপ্টেম্বর ॥ হবিগঞ্জে কৃষ্ণপুর গণ্যহত্যা দিবস ॥ ১২৭ জন জনকে হত্যা করলেও হতাহতদের নাম আজো মুক্তিযোদ্ধার তালিকায় নেই

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

Habiganj Krisnopur Gonohotta Story Pic 3 মোঃ রহমত আলী ॥ আজ কৃষ্ণপুর গণহত্যা দিবস। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধী ও যুদ্ধপরাধীদের বিচার শুরু হলেও অবহেলিত নির্যাতিত মুক্তিযুদ্ধাদের উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ করেছেন কষ্ণপুরের মানুষ। একদিনে প্রায় দেড়শ মানুষকে হত্যা করা হলেও তাদের বিচার না করে বরং পুর®কৃত করা হয়েছে। অভিযোগ আছে, হবিগঞ্জের লাখাই উপজেলা সাবেক আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী একজন রাজাকার।

১৯৭১ সালের এ দিনে পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকার প্রধান লিয়াকত আলীর সহায়তায় হত্যা করেছিল হিন্দু অধ্যুষিত গ্রামের ১২৭জন পুরুষকে। এছাড়া আশপাশের এলাকাগুলোতে হামলা চালিয়ে আরো শতাধিক লোককে হত্যা করে। পাক বাহিনীর সহায়তায় রাজাকারদের ভয়াবহ তান্ডবলীলার দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারছেনা স্থানীয়রা। স্বাধীনতা লাভের এতো বছরেও এলাকাটিকে বধ্যভূমি হিসেবে ঘোষণা করা হয়নি। বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধারা পায়নি কোন প্রকার সম্মান।

হবিগঞ্জের লাখাই উপজেলার মুরকড়ি ইউনিয়নের চন্ডিপুর, গদাই নগর,গঙ্গা নগর লাল চান্দ পুর নিয়ে কৃষ্ণপুর, হিন্দু অধ্যুষিত এসব গ্রামে অনেকটাই দূর্গম হওয়ায় এখনো কোন মানুষ সেখানে খুব একটা যায়না। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনী ও তার দোসররা কৃষ্ণপুর গ্রামে হামলা চালিয়ে জ্বালিয়ে দেয় হিন্দুদের সব ঘর-বাড়ি। এ ছাড়া ১২৭ জন লোককে লাইনে দার করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। গায়ে গুলি লাগার পর অলৌকিকভাবে ৩ জন বেঁচে যায়। এখনো তারা পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন-যাপন করছে। এ প্রতিনিধির কাছে তুলে ধরেন সেদিনের বিভৎসতম কাহিনী। ওই দিনের ঘটনার বর্ণণা দিতে গিয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, কৃষ্ণপুর গ্রামটি একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন চারদিকে শুধু পানি আর পানি। যে কারনে হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক হিন্দু কৃষ্ণপুর ও কৃষ্ণপুরের হাটি চন্ডিপুর, সিতারামপুর, গদাইনগর, গঙ্গানগর, গোকুলনগরে আশ্রয় নিয়েছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। তারা বলেন, ১৮ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অবস্থিত পাক সেনা ক্যাম্প থেকে কয়েকটি স্পিডবোট যোগে ৫ জনের একদল পাঞ্জাবি

আসে। সাথে আসে আরো প্রায় ১০০ জনের একদল স্থানীয় রাজাকার। তারা জানায়, সাবেক লাখাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান মোড়াকরি ইউপি চেয়ারম্যান এবং ওই গ্রামের বাসিন্দা লিয়াকত আলী, বাদশা মিয়া, ফান্দাউকের আহাদ মিয়া, বল্টু মিয়া, কিশোরগঞ্জের লাল খাঁ, রজব আলী, সন্তোষপুরের মোর্শেদ কামাল ওরফে শিশু মিয়ার নেতৃত্বে ওই রাজাকারদের পরমর্শক্রমেই পাকবাহিনী এ এলাকাগুলোতে তান্ডবলীলা চালায়। তবে উল্লেখিত রাজাকারদের কয়েকজন এখন জীবিত নেই। এ ব্যাপারে যুদ্ধাহত প্রমোদ রায় (৭৫) বলেন, যুদ্ধের সময় ও এর আগে তিনি ব্যবসা করতেন। কিন্তু গুলি খেয়ে আহত হওয়ার পর থেকে তিনি পঙ্গুত্ব নিয়ে চলাফেরা করছেন। দৈনন্দিন কোন কাজ করতে পারেন না।

ওই দিনের পর থেকে এলাকার লোকজনের সাহায্যেই তিনি চলাফেরা করছেন। এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শী নৃপেন কৃষ্ণ রায় (৬৫) বলেন, যুদ্ধের পর নিহত ও আহতদের তালিকা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা সংসদসহ সকল স্থানে লিখিতভাবে দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধা নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা বারবার এসব ব্যাপারে আশ্বাসও দিয়েছেন। কিন্তু এতো বছরেও এগুলোর কোন কার্যকারিতা না হওয়ায় এখন শুধু ক্ষোভ প্রকাশ করছেন সরকার ও সংশিষ্ট বিভাগের উপর। ৭১ এর ১৮ সেপ্টেম্বর পাক বাহিনীর ব্রাশ ফায়ার থেকে অলৌকিকভাবে বেচে যান নবদ্বিপ রায়। তিনি নিজেও বুঝতে পারেননি কিভাবে পূনর্জীবন পেলেন।

নবদ্বিপ রায় ওই দিনের বিভিষিকার বিভিন্ন ঘটনা বর্ণণা করে। এদিন বেঁচে যাওয়া হরিদাস রায় বলেন, স্বাধীনতার এতো বছর পরও ওই স্থানটিকে ঘোষনা করা হয়নি বধ্যভূমি হিসেবে বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। পাক বাহিনীর হামলার সময় প্রাঁণ বাঁচাতে কয়েকশ নারী-পুরুষ গ্রামের কয়েকটি পুকুরের কচুরিপানার নিচে ডুবে থেকে আত্মরক্ষা করেছিল। তাদের মধ্যে অনেকেই মারা গেলেও যারা বেঁচে আছেন তারা জানান সেদিনকার সেই কাহিনী।

হরিদাস জানান, যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান পেলেই ওই ১২৭ জনের আত্মা শান্তি পাবে। স্বাধীনতা যুদ্ধের এতো বছরেও এসব স্থানগুলোকে বধ্যভূমি ঘোষনা না করায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে মন্টু রঞ্জন রায়ের স্ত্রী নিয়তি রায় (৬২) ও গনহত্যাকালে নিহত গোপাল রায়ের স্ত্রী সুপ্রীতি রায় (৭৫) বলেন, পাক বাহিনী ওই দিন ১২/১৩ ঘন্টা অবস্থান করে লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণসহ নানা ধরণের নির্যাতন শেষে লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ার করে ১২৭ জনকে হত্যা করে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের একটি পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরকার এসব স্থানগুলোকে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করার ব্যবস্থা নিয়েছে এবং বেঁচে যাওয়া মানুষদের পূনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার এলজিইডি’র তত্ত্বাবধানে ১৮ লাখ টাকা ব্যয়ে একটি স্মৃতিসৌধ নির্মানের কাজ শুরু করেছে। এ জন্য হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ওই স্মৃতিসৌধের মাটি ভরাটের জন্য ১ লাখ টাকা অনুদান দিয়েছেন।

এদিকে ১৮ সেপ্টেম্বরের গণহত্যার ঘটনায় বেঁচে যাওয়া হরিদাস বাদি হয়ে সাবেক লাখাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্তদল কৃষ্ণপুর পরিদর্শন করেছেন। তবে মামলা দায়েরের পর তারা মামলা প্রত্যাহারে অব্যাহত হুমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন হরিদাস। যে কারনে হরিদাস আবারো জীবনের নিরাপত্তা চেয়ে লাখাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

মামলার বাদি বলেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, সেখানে যুদ্ধাপরাধী ও রাজাকারদের সরকার কিভাবে পুর®কৃত করছে তা আমাদের বোধগম্য নয়। ^াধীনতার ৪৩ বছর পার হলেও সেইসব শহীদদের স্মরণে গড়ে উঠেনি কোন স্মৃতিসৌধ। হত্যাযজ্ঞের হাত থেকে যারা বেঁচে গেছেন তারাও পাননি নূন্যতম সম্মান ও বেঁচে থাকার কোন সুযোগ-সুবিধা। তাদের দাবি অবিলম্বে এ স্থানগুলোকে বধ্যভূমি ঘোষনা করা হউক। এদের অনেকেই অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে। সরকারি বা বেসরকারি পর্যায়ে এদের সাহায্যে কেউ এগিয়ে না আসলেও তাদের একটাই দাবি, যুদ্ধাপরাধীদের বিচার হউক।

এদিকে কষ্ণপুর গনহত্যা দিবস উপলক্ষ্যে কৃষ্ণপুর গ্রামে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। লিয়াকত আলী জানান কৃষ্ণপুরের জনৈক ব্যক্তি ইউপি নির্বাচনে আমার সাথে পেল করে ঈষান্বিত হয়ে সে আমার বিরুদ্ধে যোদ্ধাপরাধির অবিযোগ তুলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!