এআই লেমন নীলফামারী প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার দুপুরে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা রঞ্জু, মোক্তার হোসেন, এ্যাডঃ আল মাসুদ চৌধুরী, মোর্শেদ আযম, এনামুল হক এনাম।
বক্তারা অভিযোগ করেন, ঢাকা বখশি বাজারে সরকার সমর্থকরা হামলা চালালেও উল্টো বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন সরকারের শেষ রক্ষা হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
জুনায়েদ চৌধুরী জীবন,SG,26.12.14