বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

নবীগঞ্জে ভুল চিকিৎসার জন্য সিলগালা করে জনতা

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

12047339_954911537904614_343050375_n বদরুল আলম চৌধুরী।।  নবীগঞ্জ উপজেলার স্থানীয় বাংলাবাজারে অনেক দিন যাবৎ চলছে ভূয়া চিকিৎসা সেবা,যা জনতা দেখেও না দেখার বান করে প্রতিনিয়ত ।বাউসা ইউ/পির প্রবাসি সুহিন মিয়ার সন্তান সম্ভাবা স্ত্রী মারুফা বেগমের শিশু
সন্তান নার্সের অবহেলায় মারা গেছে বলে অভিযোগ উঠেছে ।

গতকাল শক্রুবার রাত ৯ ঘটিকার সময় ঘটনাটি ঘটে,সন্তান ভুমিষ্ট হওয়ার পর মারা যায় ।পরিবারের অভিযোগ শক্রুবার রাত ৮ টার মারুফার প্রসব বেদনা শুরু হলে তাকে উপজেলার
বাংলাবাজারে রামবাবু চিকিৎসা কেন্দ্রে নেয়া হয় ।সেখানে প্রাথমিকভাবে রোগীর ডেলিভারী সম্পুন্ন হলে রাত ৯ ঘটিকার সময় নবজাতকের মৃত্যু হয় ।

12048637_954910977904670_1734990176_n

এঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে এলাকার বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক,সামাজিক ও সাংবাদিকমহল ছুটে আসেন চিকিৎসা কেন্দ্রে নেই কোন ডাক্তার ,কর্তব্যরত নার্সের সাথে কথা বলে তিনি কোন সু উওর দিতে পারেন নি ।

নেই তাদের কোন
ড্রাগ লাইসেন্স,নেই সিভিল সার্জন কর্তক কোন প্রমান । ডাঃ হাছানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন ডেলিভারি ও এম.আরের সাথে কোন হাত নেই ।খবর পেয়ে স্থানীয়জনতাদের মধ্যে ছুটে আসেন,বঙ্গবন্ধু।

যুব পরিষদের কেন্দ্রীয় সাংগটনিক সম্পাদক আবু ইউসুফ মিয়া,উপজেলা কাজী সমিতির সভাপতি মাহবুব আহমেদ,বাংলা বাজার ফার্মেসী ব্যবসায়ীদের সভাপতি ডা:তৌফিক আলীসরদার,ইউ/পি যুবলীগের সভাপতি খলিলুর রহমান ইব্রাহীম,ব্যবসায়ী হারুন মিয়া,হাফেজ সফিকুর রহমান,ডা:মুনসুর আহমেদ,সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক,দৈনিক সমকালের নবীগঞ্জ
প্রতিনিধি এম,এ আহমদ আজাদ,এন.টিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান তছনু,দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার জুনাইদ চৌধুরী,হবিগঞ্জ সময়ের প্রতিনিধি আবুল হোসেন আঙ্গঞ্জি ।

পরে সবার সম্মতিক্রমে রাম বাবু চিকিৎসা কেন্দ্রেকে সিলগালা করে দেয় স্থানীয় জনতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!