প্রেস নিউজ ঃ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ সাংবাদিক আব্দুল হালিমকে দেখতে গেলেন সিলেট-হবিগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল
শুক্রবার রাত ৮টায় হাসপাতালে গিয়ে সাংবাদিক হালিমের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ওসমানী হাসপাতাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিঞাসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ। এছাড়াও তার সাথে ওসমানী হাসপাতাল কলেজ ছাত্রলীগ ও সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।