নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও, উমরপুর ও শিবগঞ্জ বাজারের যৌথ উদ্দ্যেগে আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় শিবগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এক ফুটবল টুর্নামেন্ট-২০১৫ অনুষ্টিত হইবে। উক্ত টুর্নামেন্ট এর শুখ উদ্বোধন করবেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ বিভুতি ভুষন দাশ ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ফুটবল টুর্নামেন্ট আজ উদ্বোধনজাহান চৌধুরী। উক্ত টুর্নামেন্টে প্রথম পুরুস্কার রয়েছে ১টি সোনার নৌকা সোনার বৈঠা এবং ২য় পুরুস্কার রয়েছে ১টি রোপার নৌকা রোপার বৈঠা। এ টুর্নামেন্টে অংশ গ্রহন ও উপভোগ করার জন্য সকল ফুটবল প্রেমিদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকবৃন্দ। আজ রবিবার উদ্বোধনী খেলায় অংশ নেবে হবিগঞ্জের মনিং ষ্টার ক্লাব বনাম নবীগঞ্জের কাজিরগাওঁ স্পোটিং ক্লাব।