মোতাব্বির হোসেন কাজল, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে : ঢাকা-সিলেট মহাসড়কে পুটিজুরী বাজার নামক স্থানে গাড়ী চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত পথচারী হল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাকমা গ্রামের ইউনুছ আলীর পুত্র মো: রুকন মিয়া।
পুলিশ সুত্রে জানা যায়, রুকন মিয়া কাজের জন্য বাহুবল উপজেলার আবদানারায়ন গ্রামের মাহমুদ মিয়ার বাড়ীতে ট্রাকটরের কাজ করত।
গত রবিবার রাত ১২ টার সময় ফুলতলী বাজার থেকে রুকন তার মালিক মাহমুদের বাড়ীতে যাবার সময় হাইওয়ে রোড পার হবার সময় একটি ঢাকা গামী ট্রাকে তাকে চাপা দিয়ে চলে যায়। পড়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এ,এস,আই হাবিবের নের্তৃত্বে থাকা তার দল নিয়ে লাশটি থানায় নিয়ে আসে।
সমবার বিকাল ৪টার সময় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।