নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামের মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় সবুজ আলী (৫২) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সে দাউদনগর গ্রামের হেফাজত আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা মসজিদে নামাজ পরতে আসলে পুকুরে এক লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তখনই চিন্নিত হয় সেই ভাসমান লাশটি সবুজ আলীর।
সরজমিনে স্থানীয়দের সংগে আলাপ করলে তারা প্রতিনিধিকে জানায়,সবুজ আলী দুদিন ধরে নিখুজ ছিল এবং সে নাকি মানশিক রুগী ছিল।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।