মোঃ রহমত আলী ॥ মালা ‘এফ’ ১ জাতের পানি লাউ চাষ করে সফলতার মূখ দেখেছেন রাজিব। মাত্র ৩৩শতাংশ (১বিঘা) তার নিজেস্ব জায়গায় লাউ চাষ করে লক্ষাধিক টাকা আয় করেছেন তিনি। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের মশাজান গ্রামের সৈয়দ আব্দুল কাদির ওরফে রাজিব তার এমন সফলতার কথাই জানান। তিনি ৪ মাস পূর্বে কৃষাণ এগ্রো সার্ভিস এর উচ্চ ফলনশীল মালা জাতের পানি লাউ উল্লেখিত পরিমান জমিতে আবাদ করেণ। শুধু সেড তৈরী করতে তার খরচ হয় মাত্র ৬ হাজার টাকা। তিনি জানান, ৪০ দিন বয়সে প্রতিটি গাছে পানি লাউ আসতে শুরু হয়। ২ সপ্তাহ পর থেকে লাউ পাইকারী বাজারে বিক্রি করতে থাকেন। তিনি বলেন লাউয়ের ফলন ভাল হয়েছে এবং পাইকারী বাজারে দামও বেশি। প্রতিটি লাউ ৩৫ তেকে ৪০ টাকায় তিনি বিক্রি করেণ। ওই জমি থেকে এ পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি লাউ— বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করেছেন তিনি। আসা করছেন আরো ১ হাজার লাউ বিক্রি করতে পারবেন। তিনি মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর সার্বিক পরামর্শে লাউ চাষে এমন সফলতার বিষয়টি তিনি জানান। শুধু তাই নয়, রাজিব বিভিন্ন সবজি চাষ এবং কপি, টমেটুর চারা উৎপাদন শুরু করছেন। তিনি বৃহত আকারে বহুমুখি সবজি খামার স্থাপনে পরিকল্পনা হাতে নিয়েছেন।