হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের ইনাতাবাদে বিয়ের দাবীতে প্রেমিকের মেসে অনশনের সময় প্রেমিকার প্রাণঘাতির ঘটনায় প্রেমিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে এ রসালো ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গাজিপুর উপজেলা সদরের বাসনকালি গ্রামের নারায়ন মল্লিকের কন্যা রুমি মল্লিক (২২) এর সাথে একটি বাসে পরিচয় হয় বরিশাল জেলার উজিরপুর উপজেলার কুরুলিয়া গ্রামের যোবেশ রায়ের পুত্র অমৃত রায় (৩০) এর। এ পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।
একজন আরেকজনকে কাছে পেতে বিভিন্নস্থানে আনন্দ ভ্রমন করে। সম্প্রতি অমৃত তিব্বত কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী নিয়ে হবিগঞ্জ চলে আসে এবং ইনাতাবাদের একটি মেসে বসবাস করে। এদিকে মোবাইল ফোনে ক্রমাগত ফোন দিয়ে অমৃতকে না পেয়ে রুমি ব্যাকুল হয়ে উঠে। এক পর্যায়ে সে ভেবে বসে অমৃত তার সাথে প্রতারণা করেছে।
অমৃতকে শিক্ষা দিতে গত সোমবার রুমি তার এক বোনকে নিয়ে হবিগঞ্জ চলে আসে। এবং খুঁজতে খুঁজতে ইনাতাবাদের ওই মেসে অমৃতের সন্ধান পায়।
মঙ্গলবার সকালে সেখানে গিয়ে অমৃতের সাথে কথা বললে সে ছলছাতুরী আশ্রয় নিলে রুমি বিয়ের দাবীতে মেসেই অনশন শুরু করে। এতেও অমৃতের মন না গলায় রুমি আত্মহত্যার চেষ্টা চালায়। রুমির বোনের চিৎকারে স্থানীয় লোকজন এসে অমৃতকে আটক করে থানায় সোপর্দ করে।
রাত ৯টা এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক যুগল থানায় আটক রয়েছে। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, অভিভাবকদের খবর দেয়া হয়েছে। যদি সমাধান হয়ে যায়, ছেড়ে দেয়া হবে। এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।