নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা তিমিরপুর এলাকায় যাত্রীবাহী ম্যাক্সির চাপায় সালেহা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে নিহত সালেহা ম্যাক্সির নিচে চাপা পড়েন। পরে দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সালেহা বেগম নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত জালাল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সালেহা বেগম হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি ম্যাক্সি (হবিগঞ্জ থ ০০৯৫) সালেহা বেগমকে চাপা দেয়।
আহত সালেহা বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। পরে দুপুর ২টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। এজাহার দেওয়া হলে মামলা নেওয়া হবে। তবে স্থানীয় লোকজনের সহায়তায় ম্যাক্সিটি আটক করা হয়েছে।