সুনামগঞ্জ: একদিন পরেই ঈদ। আর তাই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে গন্তব্যে রওনা দিয়েছে ঘরমুখো যাত্রীরা। এ সুযোগে বাড়তি আয়ের আশায় দ্রুত গন্তব্যে পৌঁছতে বেপরোয়া হয়ে গড়ি চালায় চালকরা। এতে অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। ফলে প্রতি ঈদেই সড়কে প্রাণহানির সংখ্যা বড় হয় অন্য সময়ের চেয়ে। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের একদিন আগেই সুনামগঞ্জের ছাতকে একটি পণ্যবাহী ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে সুনমাগঞ্জ-ছাতক সড়কের তাজপুর নামক স্থানে এ দর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বুজনা গ্রামের মহিবুর রহমান (৩৫), জামালগঞ্জ উপজেলার হরি (৪২) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জলি রানী (৩২)। বাকী এক জনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গোবিন্দগঞ্জ বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা ছাতক যাচ্ছিল। পথিমধ্যে তাজপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।