হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকা থেকে ইয়াবাসহ আটককৃত দুই ছাত্রদল কর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার বিকেলে ডিবি পুলিশ আটককৃত রাজনগর এলাকার শাহ মহিউদ্দিনের পুত্র বাবা রুবেল (৩০) ও ফজলুর রহমানের পুত্র সাইফুল আলম শিপন (২৫) কে কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কৌশিক খন্দকার তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে তাদের গডফাদার বহুলার লুঙ্গি জুনাব আলী (৪০) কে খুজঁছে পুলিশ।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদ্বিপ রায় অভিযান চালিয়ে যৌন উত্তেজক ২০ পিছ ইয়াবাসহ ছাত্রদল কর্মী বাবা রুবেল ও শিপনকে আটক করে। এসময় তাদের সাথে থাকা গডফাদার জুনাব আলী পালিয়ে যায়। এছাড়া শিপন সম্প্রতি মুড়ারবন্দ মাজারের খাদেম শফিকুল ইসলামকে আটক করে মারপিট করে সর্বস্ব ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায় তাদের গডফাদার জুনাব আলীকে ধরতে পারলে আসল রহস্য বেরিয়ে আসবে। এদিকে সে পুলিশের ভয়ে আত্মগোপন করেছে।