শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ জন ।
তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ সিএনজি পাম্পের কাছে ঢাকা গামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৩৮৮৪) সাথে সিলেট গামী আল মোবারকা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-১৫৮০) যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্তানিয় সুত্রে জানায়,শ্যমলি পরিবহণ বাসটি একটি পিকাফ কে ওভারটেক করে এ দুর্ঘটনা ঘটায়।
সকাল সাড়ে ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বাসের ভিতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।