বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে নদীতে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার বেলা ১টার দিকে উপজেলার বাহুবল গ্রামে এ ঘটনাটি ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলা সদরস্থ বাহুবল গ্রামের শাহীন মিয়া নিকটস্থ করাঙ্গী নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের এখলাছ মিয়া তাকে মারধোর করে।
এ ঘটনার জের ধরে রোববার বেলা ১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১১ ব্যক্তি গুরুতর আহত হয়।
আহতাবস্থায় বাহুবল গ্রামের আব্দুল মালেকের পুত্র সাহেদ আলী (৩০) কে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
অন্যান্য আহতদের মাঝে আব্দাল মিয়া (৪৪) ও উজ্জল মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল এবং আলেছা চান (৪৫), আব্দুল করিম (২৭), আবুল কাশেম (১৮), সার বানু (২০), সাহেনা (২০) কে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।