নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী ক্রিকেট সংগঠন নূরপুর ক্রিকেট একাডেমির জার্সি অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার ৪ ঘটিকায় নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নূরপুর ক্রিকেট একাডেমির জার্সি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মীর সজল,সাংবাদিক এস এইচ টিটু,ফরিদ আহমেদ,তোফাজ্জল হোসেন অপু,ফজল মিয়া,খোকন মিয়া ও নূরপুর ক্রিকেট একাডেমির কোচ দেলোয়ার হোসেন ঝন্টু।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরতেই নূরপুর ক্রিকেট একাডেমির ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন।