মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) এর নবীনবরণ ও অভিভাবক সম্মাননা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে শায়েস্তাগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনটি।
সংগঠনের সভাপতি আব্দুল মুহিত খানের পরিচালনায় ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চলনায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল হাই আল মাহমুদ বলেন, ইউসাসের কারণে শায়েস্তাগঞ্জ অনেক দূর এগিয়ে যাবে এবং শায়েস্তাগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়বে।
বিশেষ অতিথিরা বক্তব্যে সাবেক জেলা জজ রণবীর পাল চৌধুরী বলেন, ছাত্ররাজনীতি খারাপ না, তবে তা পড়াশুনা ঠিক রেখে করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাজপুর ডিগ্রী কলেজের অধ্যাপক ড. মোতাকাব্বির, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাকিব প্রমুখ।
মূল অনুষ্ঠানশেষে সাবেক সভাপতি বশির আহমেদের পরিচালনায় সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।