চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সোমবার সকাল ১১টায় স্থানীয় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
এ উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, ওসি অমুল্য কুমার চৌধুরী, শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোতাহির চৌধুরী প্রমুখ।
মেলায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কার্যালযের কার্যক্রম প্রজেক্টের মাধ্যমে দেখানো হচ্ছে। মেলায় ১২টি স্টল অংশ নিচ্ছে।