বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা দেয়ার আগেই সংবাদ সম্মেলন করলেন পুটিজুরী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেওড়াতুলী গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী শেখ লুৎফুর রহমান।
মঙ্গলবার বিকালে বাহুবল রিপোর্টার্স কল্যাণ সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি নিজেই।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম জাকী, উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক হাফেজ আব্দুল কাদির, হিলালপুর গ্রামের শামছুল হক, সেওড়াতুল গ্রামের আজিজুল ইসলাম সাকিব, সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, এফ আর হারিছ, দিদার এলাহী সাজু, আব্দুল মজিদ শেখ, আজিজুল হক সানু, সাঈদ আহমদ, আদিলুর রহমান রাজু, কামরুল ইসলাম অনিক, কাওছার আহমদ প্রমুখ।
সভায় ঘোষণা দিয়ে বলেন- আল্লাহ প্রদত্ত কোন বাধা না আসলে তিনি শতভাগ প্রার্থী হবেন। সংবাদ সম্মেলনে উন্নয়ন পরিকল্পনা হিসেবে তিনি লিখিত বক্তব্যে বলেন- পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়কে স্কুল এন্ড কলেজে রূপান্তর, ডুবাঐ অঞ্চলে একটি হাই স্কুল প্রতিষ্ঠা, কওমী ও দাখিল মাদরাসার শিক্ষা মান উন্নয়ন ও আধুনিকায়ন, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা, ডুবাঐ, পুটিজুরী ও দিগাম্বর বাজারের মহাসড়কের উপর ৩টি ওভার ব্রীজ নির্মাণ, কৃষকের স্বার্থে পুটিজুরীতে একটি হিমাগার নির্মাণ, ইউনিয়নের গরীব দুঃস্থ পরিবারকে অব্যাহতভাবে আর্থিক সাহায্য প্রদান, গরীব পরিবারের শিক্ষার্থীদেরকে আর্থিক সাহায্য প্রদান, ইউনিয়ন পরিষদকে আধুনিকায়ন করা, চা শ্রমিকদের জন্য উন্নয়ন তহবিল, শিক্ষা তহবিল গঠন ও সামাজিক বিচার ব্যবস্থাকে সততার মানদন্ডে শক্তিশালী করার ঘোষণা দেন।