হবিগঞ্জ: হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ টেনিস ক্লাবের উপদেষ্ট অ্যাডভোকেট মো. আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ টেনিস ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন টেসিন ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী, আলমগীর চৌধুরী, ফরিদুল হক, মোতাব্বির হোসেন, অ্যাডভোকেট জুয়েল, আব্দুল মোতালিব মমরাজ, আব্দুল আহাদ, শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট এম এ মজিদ ও শেখ মোক্তার হোসেন বেনু প্রমুখ।
এসময় টেনিস ক্লাবের নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়নে সহযোগিতার আবেদন জানালে এমপি আবু জাহির সহায়তার আশ্বাস দেন।
পাশাপাশি শীত মৌসুমে টেনিস ক্লাবের উদ্যোগে এমপি আবু জাহির টেনিস টুর্ণামেন্ট আয়োজন করার প্রস্তাব দিলে তিনি এতে সম্মতি প্রদান করেন।