জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: ইটালি প্রবাসি মহিলাকে প্রলোভনের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়ার সময় গাইবান্ধার ছাওয়াল জ্বীনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
এব্যাপারে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কাইতপাড়া গ্রামের ইটালি প্রবাসি ওই গ্রামের রানী খানম (৩০) এর দেবর ইসমাইল খান বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।
পুলিশ সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ঈদের দিন রাত ১টার সময় রানি খানমের মোবাইলে কে বা কারা ফোন করে বলে মা গো, মা গো, তোর মঙ্গল হবে। আমার কথা না শুনলে তোর অমঙ্গল হবে। ছেলে কন্যা সন্তান মারা যাবে। তখন রানী খানম বলে কে আপনি। এসময় বলে আমি জ্বীনের বাদশা শামীম আহমেদ। বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কালাপুর গ্রামে।
এসময় জ্বীনের বাদশা লোভনীয় প্রলোভন দিয়ে বলে তুই যদি আমাকে তোর গহনা ও নগদ টাকা পয়সা দেস, তাহলে আমি তকে একটি ২ কোটি টাকা দামের সোনার মূর্তি দেব। আর এই মূর্তি ঘরে রাখলে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাবে এবং উন্নয়ন হবে। তবে এটি কাউকে দেখানো কিংবা বিক্রি করতে পারবি না। বিক্রি করলে তোর বংশ বিনাশ হয়ে যাবে। তখন রানী বলে আপনি আমার নাম্বার কোথায় থেকে ফেলেন।
তখন সে উত্তর দেয় আমাদের গায়েবী শক্তি, সবকিছু দেখতে পারি। এক পর্যায়ে ভবিষ্যত বাণী শুনালে তার বিশ্বাস জন্ম নেয়। এরপর বিশ্বস্থ হয়ে টাকা পয়সা ও গহনা জড়ো করতে থাকে। বিষয়টি রাণীর শ্বশুর বাড়ির পরিবারের লোকজনের কাছে চাওর হলে তাদের সন্দেহ হয়। বিষয়টি সদর থানাকে অবগত করা হয়। এক পর্যায়ে রানী কৌশলে জ্বীনের বাদশা শামীমকে মূর্তি নিয়ে হবিগঞ্জ আসার কথা বলে আমি যেতে পারবোনা, ছাওয়ালকে পাঠাচ্ছি। তুমি তার সাথে দেখা করে মূর্তি রেখে টাকা পয়সা গহনা দিয়ে দিও।
মঙ্গলবার ওই সময় একই গ্রামের আজিজুর রহমানের পুত্র ছাওয়াল জ্বীন আতাউর রহমান (২৫) মূর্তি নিয়ে হবিগঞ্জ আসে এবং নতুন বাস টার্মিনাল এলাকায় রানীর সাথে কথা হয়।
খবর পেয়ে সদর থানার এসআই ওমর ফারুক ও কৌশিক তালুকদার সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাওয়াল জ্বীনকে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি পিতলের মুর্তি ও তন্ত্র মন্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান, আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে কোর্টে প্রেরণ করা হবে এবং রিমান্ডে এনে জ্বীনের বাদশাসহ আরো কারা কারা জড়িত তা বের করা হবে।
এ ঘটনার পর থেকে ইমামবাড়ির জ্বীনের বাদশা, শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের জ্বীনের বাদশারা আত্মগোপন করেছে।