নিজস্ব প্রতিনিধি ॥ খোয়াই নদীসহ বিভিন্ন মহাল থেকে বালু বোঝাই করে আঞ্চলিক ও মহাসড়ক দিয়ে ট্রাক্টর চলাচলের দাবিতে শায়েসত্মাগঞ্জে মালিক, শ্রমিক ও চালকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র কাছে ট্রাক্টর চালুর দাবি জানিয়ে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হবে। তবে দাবি না মানা হলে আগামী ১২ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের শায়েসত্মাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ট্রাক্টর দিয়ে অবরোধ সৃষ্টি করা হবে। গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যনত্ম শায়েসত্মাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে জেলার ট্রাক্টর মালিক, চালক ও শ্রমিকদের প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়। ট্রাক্টর মালিক সমিতির আহ্বায়ক আব্দুল হান্নান ময়না মিয়া মেম্বারের সভাপতিত্বে ও জয়নাল আবেদীনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েসত্মাগঞ্জ ব্যকস্ সভাপতি মোঃ ছালেক মিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আব্দুল আহাদ কাজল, মোঃ জামাল মেম্বার, আব্দুস সামাদ মেম্বার, হেলাল মিয়া মেম্বার, মামুন মিয়া, জালাল উদ্দিন আখঞ্জী, রফিক মিয়া, আজগর মিয়া, আক্কাছ মিয়া, আলী হুসেন, জালাল মিয়া, জয়নাল মিয়া, তাজুল মিয়া ও মোঃ বাইজিদ মিয়া প্রমূখ। এছাড়াও সভায় জেলার বিভিন্ন স’ান থেকে ট্রাক্টর মালিক, চালক, শ্রমিক ও ট্রাক্টর কোম্পানীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। পরে একটি মিছিল করা বের হয়।