বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেট-২ আসনের (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী মন্ত্রী হচ্ছেন এমন খবর শুনা যাচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মূখে মূখে। দলীয় নেতাকর্মীরা আশায় বুক বেঁেধ আছেন শফিকুর রহমান চৌধুরী মন্ত্রী হবেন। তারা মনে করেন একজন যোগ্য, ত্যাগী এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হিসেবে দলীয় হাইকমান্ডে তাঁর যতেষ্ট অর্জন রয়েছে। এনিয়ে নেতার্মীরা ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে উপজেলার সবত্রই চলছে আলোচনা।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শফিকুর রহমান চৌধুরীকে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে সিলেটবাসী দেখতে চায়।
বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ বলেন, শফিকুর রহমান চৌধুরী দেশে ও প্রবাসে এক প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। ফলে তাকে মন্ত্রীত্ব দেয়া আমাদের প্রাণের উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী বলেন, একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ মানুষ শফিকুর রহমান চৌধুরী। বিগত দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেট-২ আসনে সততার মাধ্যমে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। শফিকুর রাহমান চৌধুরীকে সমাজকল্যাণমন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি জোর দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার বলেন, ২০০৮ সালে সিলেট-২ আসনে বিএনপির প্রভাবশালী নেতা এম. ইলিয়াস আলীকে হারিয়ে এমপি নির্বাচিত হন শফিকুর রহমান চৌধুরী। নির্বাচিত হওয়ার পর তিনি নিজ আসনে ব্যাপক উন্নয়ন করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৪ সালে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংসদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। শফিক চৌধুরীকে সমাজকল্যাণমন্ত্রী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান বলেন, শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী করা হলে সিলেট-২ আসনসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হবে। তিনি বলেন, শফিকুর রহমান চৌধুরী শীঘ্রই মন্ত্রী হবেন আমরা আশাবাদি।
সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। জনগণের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছি এবং যাবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন তা পালন করে যাচ্ছি।
নেত্রী যে দায়িত্বই অর্পন করবেন তা সততার সঙ্গে পালন করে যাবেন বলে তিনি জানান।