হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার চক্রমনা গ্রামে টগর চক্রবর্তীর বাড়িতে ডাকাতদল হামলা চালিয়েছে। এঘটনায় ৩ জন আহত হয়েছেন। পরে ডাকাতরা টগর চক্রবর্তীর পরিবারের লোকজনকে অস্ত্রেরমুখে জিম্মি করে স্বার্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- টগর চক্রবর্তী, নিশা রানী চক্রবর্তী ও স্বংকরী চক্রবর্তী। তাদেরকে শায়েস্তাগঞ্জে ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মুখোশ পরিহিত ৩ থেকে ৫ জনের ডাকাতদল টগর চক্রবর্তীর ঘরে ঢুকে হামলা চালায়। এসময় টগর চক্রবর্তীর ছেলের স্ত্রী স্বংকরী চক্রবর্তী এগিয়ে আসলে অস্ত্র দিয়ে তাকে আঘাত করে তার গলা থেকে স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেয়। পরে ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।