নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ:হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার জামায়াত শিবির কার্যালয় থেকে আটক ৩ শিবির নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক খন্দকারের আদালতে উপস্থিত করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হাফিজুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবি। রাষ্ট্রপক্ষে ছিলেন সিএসআই আল আমিন।
সম্প্রতি ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলা ইসলামী ছাত্র শিবিরের অর্থ-সম্পাদক আশরাফুল ইসলাম (২২), মাধবপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের অর্থ-সম্পাদক জিয়াউর রহমান (২৫) ও সরকারী বৃন্দাবন কলেজ ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম (২০) কে আটক করে এবং দুটি মোটর সাইকেল, সিডি ক্যাসেট, জিহাদী বই ও সরকার বিরোধী ব্যানার-ফেস্টুন উদ্ধার করা হয়।
ডিবির এসআই মকতুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন।