নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের লতিফপুর ( হোসেনপুর ) গ্রামে ভুমি সংক্রান্ত বিরোধের জেরধরে গতকাল শুক্রবার সকালে দু’দল লোকের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষে অনন্ত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অবঃ সেনা সৈনিক নিজাম উদ্দিন (৭৫) ও ছাদিক মিয়া (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে। উক্ত সংঘর্ষের ঘটনায় উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ারকে দায়ী করেছেন এলাকাবাসী।
জানাযায়, উপজেলার লতিফপুর ( হোসেনপুর) গ্রামের অবঃ সেনা সৈনিক নিজাম উদ্দিনের পুকুর পাড় সংলগ্ল মালিকানা দখলীয় ভুমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘ ২০/২৫ বছর ধরে খরিদা সুত্রে নিজাম উদ্দিন ও তার ভাতিজা সফিক মিয়া ওই জায়গায় বিভিন্ন জাতের ফলানো মুল্যমান গাছ রোপন করে ভোগ দখলে রয়েছে। উক্ত ভুমির মালিকানা দাবী করে একই গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করলে সহকারী কমিশনার (ভুমি) নবীগঞ্জকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। সহকারী
কমিশনার (ভুমি) সরজমিনে তদন্তের জন্য ভুমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। সার্ভেয়ার আমিনুল ইসলাম গতকাল শুক্রবার সরজমিনে যাওয়ার প্রস্তুতির খবর পেয়ে নিজাম উদ্দিন ও তার পক্ষের লোকজন গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভুমি) বরাবরে একটি লিখিত আবেদনে সময়ের দাবী জানান। এতে বলা হয় রবিবার বারে বিবাদীদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান মানবিক কারনে শুক্রবারের পরিবর্তে পূণরায় তারিখ নির্ধারনের আবেদন জানান। কিন্তু উক্ত আবেদন আমলে না নিয়ে সার্ভেয়ার আমিনুল ইসলাম বাদী পক্ষের দ্বারা মোটা অংকের টাকার বিনিময়ে গতকাল শুক্রবার সকালে সরজমিনে মাফঝোঁেক যান। বিবাদী পক্ষের অবর্তমানে বিরোধীয় ভুমিতে মাফঝোঁক করতে দেখে নিজাম উদ্দিনের লোকজন বাধা প্রদান করেন। এনিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়।
উক্ত সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। সংঘর্ষের এক পর্যায়ে প্রভাবশালী আব্দুল কাদির ও তার লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে সফিক মিয়ার বসত ঘর ব্যাপক ভাংচুর করে প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ রয়েছে। অন্যান্য আহতরা হলেন ধলাই মিয়া (৭০), মতিন মিয়া (৩০), সফিক মিয়া (৪০), আবুল হাসান (২১), আশিক মিয়া (৭১), পিয়ারা বেগম (৫০), আরিফ আলী (৪৫) ও শাহীন মিয়া (২৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় লোকজন উক্ত সংঘর্ষের জন্য উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ারকে দায়ী করেছেন। তাদের মতে এক পক্ষকে পাস কাটিয়ে সার্ভেয়ার বিরোধীয় ভুমিতে মাফঝোঁক করার কারনেই উক্ত সংঘর্ষের সৃষ্টি হয়েছে।