বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আনন্দপুর সীমান্ত এলাকায় ২ অক্টোবর ২০১৫ তারিখ ভোর ৪ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফকিরমোড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মুন্সী সলিম উল্লার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা ৫,৫৮,০০০/- (পাঁচ লক্ষ আটান্ন হাজার) টাকার বিপুল পরিমান ভারতীয় আঁতশ বাজি আটক করা হয় ।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমান আতঁশ বাজি আটকের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে যে কোন ধরনের অবৈধ মালামাল বাংলাদেশে ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি জোয়ানরা অত্যান্ত তৎপর রয়েছে।