নিজস্ব প্রতিনিধি : সারাদেশে যখন সিলেটের শিশু রাজন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ঠিক তখনই চুনারুঘাট উপজেলার রানীকুট গ্রামের শাহজান (১৩) নামে এক শিশুকে ঘরের ভিমের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রানীকুট গ্রামের কবির মিয়ার ছেলে।
জানা গেছে, উক্ত গ্রামের সাবেক মেম্বার শিরন মিয়া সুপারি চোর আখ্যা দিয়ে শিশু শাহজান কে বাড়ির সামনে ঘরের ভিমের সঙ্গে বেঁধে নির্যাতন করে।
উল্লেখ্য,সাবেক মেম্বার শিরন মিয়া কে আমাদের প্রতিনিধি নির্যাতনের কথা জিজ্ঞাস করলে তিনি শিকার করে বলেন,আমি থাকে সুপারি গাছের নিচে সুপারি সহ পেয়েছি তাই আমি তাকে মারধর করি।কিশোর শাহ জাহানের আত্ম চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসেন কিন্তু কেউই শিশুকে উদ্ধার করতে পারেন নি।
খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে নির্যাকনকারী শিরন অনেকটা দাপটের সাথে হাত বাধারত কিশোর শাহ জাহানকে দেখিয়ে বলেন,সে একজন চোর। সুপারী চুরির অপরাধে তাকে বেধে শাসন করছি।
পরে শাহ জাহানের বাবা কবির মিয়া ও আহম্মদাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল ভুইয়া ঘটনাস্থলে গিয়ে মুছলেখা ও সুপারীর দাম দেয়ার শর্তে শাহ জাহানকে ছাড়িয়ে আনেন।