বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে দুই জুয়ারীকে আটক করেছে বাহুবল মডেল থানার পুলিশ।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুর বাজারের ট্রাক ষ্টেন্ডের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের খুর্শেদ আলীর ছেলে শফিক মিয়া (৪০) ও কামারগাও গ্রামের খুর্শেদ আলীর ছেলে আয়াত আলী (৩৫)।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) বাছির আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে দু জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। তিনি আরও জানান, অভিযান চালাতে গিয়ে তিনি আহত হয়েছেন।
বিকেলে তাদেরকে ভ্রাম্যমান আলাদতে হাজির করা হবে বলেও তিনি জানান।