স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে বই চুরি অপরাধে ৪র্থ শ্রেণীর ছাত্র দুলাল মিয়া (১২) নামে এক কিশোরকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে কথিত প্রিন্সিপাল মুখলিছ মিয়া। এ ঘটনার এক দিন পর শনিবার সকাল ১১টায় প্রিন্সিপাল মুখলিছ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামের এ ঘটনাটি ঘটে। নির্যাতিত কিশোরের বাবা নরপতি গ্রামের আহম্মদ আলী একজন দরিদ্র আচার ব্যবসায়ী।
এলাবাসী সূত্রে জানাযায়, গত শনিবার উপজেলা হাজী আব্দুল জাব্বার গাউছিয়া কিন্ডারগার্ডেনের প্রিন্সপাল তার কিন্ডারগার্ডেনে বই চুরি দায়ে ডেকে নিয়ে তাকে হাত-পা বেধে মারপিট করে। কিশোর দুলাললে আত্ম চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসেন কিন্তু কেউই শিশুকে উদ্ধার করতে পারেন নি। ঘাতক মুখলিছ কিলোরকে নির্যাতস কওে পুলিশকে খবর দেয় তার কিন্ডারগার্ডেনের ডাকাতি করেছে দুলাল।
পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্বার করে। পরে এলাকাবাসী আহত কিশোর দুলালবে প্রথমে চুনারুঘাট ন্বান্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত ডাক্তাররা আশংঙ্কাজন অবস্থায় হবিগঞ্জ ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানের ওই কিশোর আশঙ্কাজনভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। ওই কিশোর চোখ ও কান দিয়ে এখনও রক্ত যাচ্ছে।
উল্লেখ্য, মুখলিছ মিয়ার নামে নারী নির্যাতন, টাকা আত্মসাৎসহ বিভিন্ন মামলা চুনারুঘাট থানায় রয়েছে। আরও জানাযায় সে বহুবার জেলও কেছেছে।