শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর কার্যালয়ে নাট্যকর্মীদের সাথে এক আড্ডায় মিলিত হয়েছেন নাট্যকার মামুনুর রশিদ।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ‘দেশমঞ্চে’ এ আড্ডা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ)প্রভাষক জালাল উদ্দিন রুমী, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সহসভাপতি জিতু আহমেদ মাখন, রাজু বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সম্পাদক মীর সজল, আজদু নিয়াজ, এম এ ওয়াহিদ, মিজানুর রহমান সুমন, আল আমিন, যোসেফ হাবিব ও বাবুল আহমেদ প্রমুখ।